
সূর্যোজ্যোতি পাল,কোচবিহার: উত্তরকাশীতে সুরঙ্গ থেকে মুক্তি পেয়ে কোচবিহারের নিজের বাড়ি বলরামপুরে এলেন মানিক তালুকদার। তিনি আসার আগেই সমস্ত পাড়ার লোক ভিড় জমিয়েছিলেন তার বাড়িতে। আতশবাজি থেকে শুরু করে ব্যান্ড পার্টি সবই ছিল। মানিক তালুকদার বাড়িতে ঢোকার সাথে সাথেই বাড়ির লোকেরা উল্লাসে মেতে ওঠেন, চলে মিষ্টি মুখ। মানিক তালুকদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সে বিভীষিকাময় সময়ের কথা। কিভাবে কেটেছে ১৭ টি দিন। তবে বিশ্বাস ছিল একটা সময় পর সুড়ঙ্গ থেকে বের হয়ে আসবেন তিনি। তিনি জানান যদি রাজ্য সরকার কোন কাজের ব্যবস্থা করেন তাহলে আর বাইরে গিয়ে কাজ করতে হবে না ।