
ওঙ্কার বাংলা:একুশের নির্বাচনে দলদাস কেন্দ্রীয় বাহিনী ও সাগরেদ ইলেকশন কমিশনের সাহায্যে ভোট গণনা কেন্দ্রে লোডশেডিং করিয়ে নির্বাচনে জিতেছিলো শুভেন্দু অধিকারী।কিন্তু সেই খেলা এখনও শেষ হয়নি।ওই ঘটনার বদলা নেওয়া হবে আগামী 25 সে তারিখের নির্বাচনে।বুধবার শুভেন্দু গড় নন্দীগ্রামে ভোট প্রচারে এসে নাম না করে শুভেন্দু অধিকারী কে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দোপাধ্যায়।পাশাপাশি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে আক্রমণ করে বলেন ,
যিনি বাংলার ২ কোটি ১২ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার দিয়েছেন,৩ কোটি মহিলাকে কন্যাশ্রী দিয়েছেন,এবং অসংখ্য মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন,সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিঙ্গাসা করছেন,মৃত্যু কামনা করছেন তমলুকের বিজেপি প্রার্থী।
এই অপমানের জবাব দিতে হবে।