
নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিমকোর্টে ধাক্কা তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিতর্কিত মন্তব্যের পরিপেক্ষিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই বলে আর্জি খারিজ করল সুপ্রিমকোর্ট। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সিনহা যাতে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকেন, তার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত। এই দুই বিচারপতির আদালত এবং আদালতের বাইরের মন্তব্যের দ্বারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই যেন প্রভাবিত না হয় তাও নির্দেশ দিল শীর্ষ আদালত।