
সঞ্জয় রায় চৌধুরী, কলকাতাঃ শনিবার ন্যায় সংহিতা আইনের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাল একাধিক গণ সংগঠন। এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই ধর্মতলায় লেনিন মুর্তির পাদদেশে ন্যায় সংহিতা আইনের বিরুদ্ধে পথসভা করলেন অল ইন্ডিয়া লয়ার্স এ্যাসোসিয়েশন ফর জাস্টিস, পিপলস্ ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এবং WE THE PEOPLE OF INDIAর সদস্যরা ।
প্রসঙ্গত ১জুলাই থেকে সারা দেশে ন্যায় সংহিতা আইন চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এই ন্যায় সংহিতা আইনকে গণতন্ত্র বিরোধী দানবীয় আইন আখ্যা দিয়ে এবং তিনটি আইনকে অবিলম্বে বাতিলের দাবিতে শনিবার রাজপথে নামল একাধিক গণ সংগঠন। এদিন বৃষ্টিকে উপেক্ষ করেই ধর্মতলায় লেনিন মুর্তির পাদদেশে ন্যায় সংহিতা আইনের বিরুদ্ধে পথসভা করলেন অল ইন্ডিয়া লইয়ার্স এ্যাসোসিয়েশন ফর জাস্টিস, পিপলস্ ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এবং WE THE PEOPLE OF INDIAর সদস্যরা ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারক তপন দাস, বিশিষ্ট আইনজীবী সুজয় ভট্টাচার্য, মালা সেন, অভিজিৎ দত্ত, সুপ্রিয় রায় চৌধুরী, শৈবাল মুখপাধ্যায়, পার্থ বন্দ্যোপাধ্যায়, লিটন ভাদুড়ি, প্রবীন সমাজকর্মী অমলেন্দু ভূষণ চৌধুরী, প্রদ্যোত নাথ, সমাজকর্মী অম্লান ভট্টাচার্য, সাংস্কৃতিক কর্মী নীতীশ রায়, সাংবাদিক সুতপা চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. শামসুল আলম সহ আরও অনেকে। বক্তারা বলেন দেশে ন্যায় সংহিতা আইন চালু হলে সরকার যে কাউকে বিনা বিচারে আটকে রাখতে পারবে, দেশের মানুষের কন্ঠস্বর রোধ করতে দমন পীড়ন চালাতে পারবে। এদিন AILAJ এর রাজ্য কমিটির আহ্বায়ক তথা আইনজীবী দিবাকর ভট্টাচার্য্য অবিলম্বে এই দানবীয় আইন বাতিলের দাবির পাশাপাশি সমাজের সমস্ত স্তরের মানুষকে এর প্রতিবাদে পথে নামতে আহ্বান জানান। এছাড়াও বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায়, প্রাক্তন অধ্যাপক সেখ সোওকত হোসেনের বিরুদ্ধে ইউএপিএ ধারা লাগু করার প্রতিবাদেও সামিল হন উপস্থিত সংগঠনের সদস্যরা।