
ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এবার পাক সেনাবাহিনীর বিমানকে ‘লক্ষ্যভ্রষ্ট’ করতে পশ্চিম সীমান্তে বসানো হল আধুনিক জ্যামার। পহেলগাঁও কাণ্ডের পর একের প্রত্যাঘাত পূর্ব পদক্ষেপ নিয়ে চলেছে ভারত।
আগেই পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার রাতে নয়াদিল্লির তরফে এই ঘোষণা করা হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। বুধবারের ঘোষণা তারই এক সংযোজন। পাক সংস্থার কোনও বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর আগে, ভারতীয় বিমানের জন্য পাক আকাশসীমা ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল পাকিস্তান।এ বার পাল্টা পদক্ষেপ করল নয়াদিল্লিও। কেন্দ্রের তরফে বুধবার জারি করা হয়েছে এই ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম)। তাতে বলা হয়েছে, “পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।”
এদিকে ভারতের তৎপরতায় পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় তাদের কোনও হাত নেই, প্রথম থেকেই দাবি করে চলেছে পাকিস্তান। যদিও পাককিস্তানের এই কথায় কান দিতে রাজি নয় দিল্লি। ভারতের তরফে সাফ কথা, এই ঘটনায় ইসলামাবাদই দায়ী। যে কারণে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানিদের ভিসা। এর পর পাকিস্তানও কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করে। তার মধ্যে অন্যতম ছিল ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া। বলা হয়েছিল, ভারতের কোনও বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সেই ঘোষণার ছ’দিনের মধ্যে ভারতও অনুরূপ জবাব দিল।
সূত্রের খবর, পহেলগাঁও কাণ্ডের পর ভারত প্রত্যাঘাত করছেই এমন একটা দৃঢ় আশঙ্কায় রয়েছে ইসলামাবাদ। তারা মঞ্জে করছে আগামী ৩৬ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। এই আশঙ্কায় ইতিমধ্যে পাকিস্তান একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে। আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভারতের বিমান তো সেখানে নিষিদ্ধ আছেই, ভারতের আকাশসীমা দিয়ে কোনও বিদেশি বিমানও যদি পাকিস্তানে প্রবেশ করে, তাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অনুমতি ছাড়া পাক আকাশে কোনও বিমান প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। পাক অধিকৃত কাশ্মীরের সব বিমান বুধবার বাতিল করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আপাতত পাকিস্তানের বিমানগুলি ভারতের আকাশসীমা এড়িয়েই চলছিল। কিন্তু বুধবার আনুষ্ঠানিক ভাবে ভারত তাতে নিষেধাজ্ঞা আরোপ করল।
মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় এ বার ইসলামাবাদকে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ এতে বিমানে গন্তব্যের দূরত্ব অনেক বেড়ে যাবে। যাত্রাপথ দীর্ঘ হওয়ায় বিমানে জ্বালানিও লাগবে আগের চেয়ে বেশি। ফলে খরচ বাড়বে। সময় বেশি লাগবে। ফলে টিকিটের দাম বাড়তে বাধ্য। যদিও পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক বিমানকেও একই সমস্যায় পড়তে হচ্ছে।