
ওঙ্কার ডেস্ক:মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। রাজ্যে প্রথম হয়েছেন অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক দাস জানিয়েছে ভালো পরীক্ষা হয়েছিল। তবে উচ্চ মাধ্যমিকে প্রথম হবে বলে আশা করেনি।’ দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করতো সে। এবং তার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল।ভবিষ্যতে অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে তার।ছেলে প্রথম হওয়ায় খুশি অভিকের মা ও বাবা ।রেজাল্ট বেরোনোর পর থেকেই আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আসছেন দেখা করতে,এছাড়া বাড়িতে রয়েছে সংবাদ মাধ্যমের ভিড় ও।