
নিলয় ভট্টাচার্য, নদিয়া : চাঁদিফাটা রোদ ! তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী. এর মধ্যেই বিরোধীদের মাত দিতে প্রচার চালিয়ে যাচ্ছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অলকেশ দাস. সকালসকাল হুডখোলা গাড়িতে একাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে তাহেরপুর এলাকায় জনসংযোগ করলেন প্রার্থী। তবে এদিন তাঁর প্রচারে নজর কাড়ল যে বিষয়টি তা হল বৃক্ষরোপণ. তীব্র দাবদাহ থেকে মানুষকে রেহাই দিতে গাছ লাগালেন বাম প্রার্থী। পরিবেশ সম্বন্ধে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানালেন অলকেশ দাস.
প্রসঙ্গত, বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র রানাঘাট কেন্দ্র. এবার এখানে ত্রিমুখী লড়াই. বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের ওপরেই ফের একবার আস্থা রেখেছে বিজেপি. তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী. তাঁদের জোর টক্কর দিতে বামেদের বাজি অলকেশ দাস. রানাঘাটে কে করবে বাজিমাত, জানা যাবে ৪ জুন