
নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশ জুড়ে জারি ১৪৪ ধারা। বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের গ্যাংস্টার এবং মউ কেন্দ্রের পাঁচবারের বিধায়ক মুখতার আনসারি। ২০০৫ সাল থেকেই উত্তরপ্রদেশ কিংবা পঞ্জাবে জেলে বন্দি ছিলেন তিনি। তবে বর্তমানে উত্তর প্রদেশের বান্দার এক কারাগারে বন্দি ছিলেন উত্তরপ্রদেশের এই গ্যাংস্টার। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় হটাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন, এদিন ৮.২৫ মিনিট নাগাদ জেল কর্তৃপক্ষ তরফে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় রানী দুর্গাবতী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।