
প্রতীতি ঘোষ,নৈহাটি:তৃণমূলের লোককে বিজেপি সাজিয়ে তৃণমূলে জয়েন করানো হচ্ছে,পার্থ ভৌমিকের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং
উল্লেখ্য রবিবার নৈহাটি দোগাছিয়া দাস পাড়ায় ৪০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।তারপরেই পার্থ বলেছিলেন ,অর্জুন বিজেপি আসায় ,আর কেউ গেরুয়া শিবিরে থাকবেনা।রবিবার যোগদান অনুষ্ঠানে হাজির থেকে এমনটাই দাবি করেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এরপরেই রবিবার রাতে বিজেপির এক সভায় যোগ দেন অর্জুন।এবং ব্যারাকপুর স্টেশন চত্বরে হওয়া দলীয় এক সভা থেকে সাংসদ অর্জুন সিং দাবি করেন তৃণমূলের লোককে বিজেপি বানিয়ে যোগদান করানো হচ্ছে।তিনি আরও বলেন একটু অপেক্ষা করুন। নৈহাটিতেও তৃণমূল হারবে। তখন দেখবেন নৈহাটি থেকে হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসবে।
এদিনের সভায় অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী, বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।