
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর:ফের একবার প্রকাশ্যে চলে এলো তৃণমুলের বিধায়ক সোমনাথ শ্যাম ও সাংসদ অর্জুন সিং এর অন্তর্দ্বন্দ্বের ছবি। নাম না করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন করলেন বিধায়ক সোমনাথ শ্যাম।তার অভিযোগ এলাকার একাধিক খুনের ঘটনার সঙ্গে সাংসদ ও তার পরিবারের লোকেরা জড়িত রয়েছেন।উল্লেখ্য
রাজ্যের ন্যায্য পাওনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এই অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থান কর্মসূচি নিয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীরা । সেই মতো শুক্রবার ভাটপাড়া পুরসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।এদিনের অবস্থান মঞ্চে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম,। এদিন সোমনাথ শ্যাম সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন জগদ্দল ও ভাটপাড়া তে সম্প্রতি তৃণমূল কর্মী খুনের ঘটনার সাথে সাংসদ ও তার পরিবারের লোকেরা জড়িত রয়েছেন । সেই সঙ্গে সাংসদ অর্জুন সিং ভাটপাড়া পৌর সভার পৌর প্রধান থাকা কালিন এলাকায় ব্যপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এলাকায় সোমনাথ ও অর্জুনের অন্তর্দ্বন্দ্বের ঘটনা নতুন কিছু নয়।তবে এবার তৃনমূল কর্মী খুনের ঘটনায় সাংসদের জড়িত থাকার কথা সরাসরি বলায় ব্যাপক ছড়িয়েছে রাজনৈতিক মহলে।