
নিজস্ব প্রতিনিধিঃ আবগারি মামলায় শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠাল দিল্লির এক নিম্ন আদালত। আগামী ১২ জুলাই পর্যন্ত হেপাজতে থাকবে হবে আপ প্রধানকে। কেজরীওয়ালকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এরপর আদালত তাঁর ৩ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিয়েছিল।