
নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতির টাকা কোথায় গেছে, কে কে সেই টাকার ভাগ পেয়েছেন, সবই আজ আদালতে জানাবেন বলে জানিয়ে দিলেন দিল্লির জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। পাশাপাশি তার অভিযোগ আবগারি দুর্নীতির তদন্তে ইডি আড়াইশোটিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিশোদিয়া, সঞ্জয় সিংএর মতোন আপ নেতাদের গ্রেফতারি করেছে কিন্তু আপ নেতাদের বাড়ি থেকে ১ টাকাও উদ্ধার করতে পারেনি। এদিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালকে সরাতে গুটি সাজাচ্ছে বিজেপিও। বিজেপি নেতাদের দাবি দুর্নীতির অভিযোগে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন। এদিন একই সুর শোনা গেল দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনার গলাতেও। তিনি বলেন কোনও ভাবেই জেল থেকে সরকার চলতে পারেনা। কিন্তু ইস্তফার প্রশ্নে এখনও অনড় দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বিজেপির সঙ্গে লড়াইটাকে সরাসরি নিয়ে যেতে চান। এখন লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচিত সরকার ফেলে দিলে দিল্লির পাশাপাশি পাঞ্জাবেও যে আপের পক্ষে সহানুভুতির ঝড় উঠবে তা বিলক্ষণ জানেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। ফলে মেপেই পা ফেলতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।