
জয়ন্ত সাহা, আসানসোল : ভারী বৃষ্টিতে এবার ধস নামলো আসানসোলে। আসানসোলের রানীগঞ্জ শহরের বাঁশরা গ্রামের ছুরিপারায় ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে।
ইসিএল কর্তৃপক্ষ কয়লা উত্তোলনের পর মাটির নিচে বালিভরাট ঠিকঠাক ভাবে না করায় এই ধস, দাবি গ্রামবাসীদের। ইসিএল কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পরও মাটি ভড়াটের কাজ শুরু না করার ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
ধসের খবর পেয়ে এলাকায় পরিস্থিতি পরিদর্শনে তৃণমূল পঞ্চায়েত প্রধান সঞ্জয় হেমরম. ইসিএল-এর গাফিলতিতেই এই ঘটনা, দাবি পঞ্চায়েত প্রধানের.
উল্লেখ্য, কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতে ধস নেমেছে অন্ডালের নব কাজোড়া কোলিয়ারী সংলগ্ন নব কাজোড়া এলাকাতেও। শুক্রবার সকাল থেকেই ধস নামতে দেখা যায়। তবে, রাতে সেই ধস আরো বড় আকার নেয়. এরপর, ইসিএল কর্তৃপক্ষ ধস কবলিত এলাকা ব্যারিকেড করে দিয়েছিল. তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ধসের ঘটনা আসানসোলে. পরপর ধসের ঘটনায় উদ্বিগ্ন শিল্পাঞ্চলের মানুষ.