
ওঙ্কার ডেস্ক:শ্রমিক কৃষক খেতমজুরদের জরুরী ১০ দফা দাবি আদায়ের দাবিতে বামেদের জেলাশাসকের দপ্তর অভিযান ঘিরে রণক্ষেত্র বহরমপুর।রাজ্য জুড়ে মঙ্গলবার আইন অমান্য ও জেলভরো আন্দোলনের ডাক দিয়েছিলো সিপিএম । সেই মতো মহম্মদ সেলিমের নেতৃত্বে বহরমপুরে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলন কারীরা।বিক্ষোভ কারীদের আটকাতে পুলিশ কে লাঠি চার্জ করতে হয়।জল কামান ও ব্যবহার করে পুলিশ।লাঠি উচিয়ে তাড়া করতে দেখা যায় পুলিশকে।কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এলাকা।বেশ কয়েকজনকে আটক ও করা হয়।