
অনুপ রায়,হাওড়া:বুধবার রাত বারোটা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ার বাদামতলা এলাকার জিটি রোডে , মৃত ২ গুরুতর আহত ৪।
জানা গিয়েছে বুধবার মাঝরাতে একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে পর পর একটি ট্যাক্সি ও বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনা জেরে ট্যাক্সিটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যাক্সিচালক ও যাত্রীর।
গ্যাস কাটার দিয়ে কেটে দুজনের মৃত দেহ বের করতে হয়।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন জন । তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার জেরে প্রায় ঘন্টা দেড়েক যান চালাচল স্তব্ধ হয়ে পড়ে জিটি রোড়ে।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি গুলিকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে আটক করেছে পুলিশ।
তবে চালক পালাতক,তার খোঁজ শুরু করেছে পুলিশ।