
আল সাদি,ঢাকা,বাংলাদেশ: বাংলাদেশে প্রতি বছরই ঈদের আগে ছিনতাইকারী, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং এর দৌরাত্ম বেড়ে যায়। যা নিয়ে আতঙ্কে থাকেন রাজধানী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে নাড়ির টানে বাড়িতে ফেরা মানুষেরা।
তবে এবারের ঈদে সাধারণদের নিরাপত্তা দিতে তোড়জোড় শুরু করে দিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো। যারই ধারাবাহিকতায় ০৩ জন দলনেতা সহ ১৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-০১।
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই বাহিনীটিহ তাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে।
বাহিনীটির পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার জুন্নুরাইন বিন আলম ওঙ্কার বাংলাকে জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বিআইডিসি এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই ও ডাকাত দলের এই সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা একে অপরের সঙ্গে যোগসাজসে সম্মিলিত হয়ে ছিনতাই ও ডাকাতি করতো। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’