
ওঙ্কার ডেস্ক: প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার শহিদ মিনারে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেদেশের সরকার প্রধান একসঙ্গে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। এটাই রেওয়াজ বাংলাদেশে। কিন্তু প্রথমবারের মতো ক্ষমতায় এসে সেই রীতি ভাঙলেন মহম্মদ ইউনুস। শুক্রবার ঢাকার শহিদ মিনারে তিনি একাই শ্রদ্ধা জানান ভাষা শহিদদের। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন যখন ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে যান তখন উপস্থিত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ২ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি শহিদ মিনার থেকে চলে যাওয়ার পর রাত ১২টা ১৪ মিনিট নাগাদ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান মহম্মদ ইউনুস।
অন্যদিকে, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একসঙ্গে না শ্রদ্ধা জানানোয় বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে সচেতন ভাবে এড়িয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতির প্রতি অনাস্থা দেখাতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। শেখ হাসিনা আমলে নির্বাচিত হওয়া রাষ্ট্রপতির প্রতি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্ররা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আস্থা দেখাতে পারছেন না বলে মত পর্যবেক্ষকদের।