
নিজস্ব প্রতিনিধিঃ ব্যাঙ্কের লোন এবং ক্রেডিট কার্ড নেওয়ার লাগাতার ফোনের জ্বালায় এবার নাজেহাল হাইকোর্টের বিচারপতি। অন্য একটি মামলার শুনানি চলাকালীন এবিষয়ে ক্ষোভ উগরে দেন বিচারপতি রাজশেখর মান্থা। রাজ্যের কৌশলিকে বিচারপতি মান্থার অভিযোগ, প্রতিদিন সকাল থেকে সাত আটবার করে দুটি ব্যাংকের নামে ফোন করা হচ্ছে। এটা রীতিমতো হেনস্থার পর্যায় পৌঁছেছে। দয়া করে একটা কিছু করুন। এইভাবে ব্যাঙ্কের লোন ও ক্রেডিট কার্ডের নামে হেনস্থা হচ্ছি। এমনকি নাম্বার ব্লক করলে অন্য কোনো নাম্বার থেকে সেই একই ভাবে কল আসছে বলেও মন্তব্য বিচারপতির। আবার কোনো কোনো নাম্বার আইডেন্টিফাই পর্যন্ত করা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এইভাবে গত সপ্তাহ দুয়েক ধরে ফোনের জ্বালায় চরম নাজেহাল হচ্ছি। একটা কিছু করুন, কাতর আবেদন সরকারি কৌশলী কে বিচারপতি রাজশেখর মান্থার।