
শুভম কর্মকার, বাঁকুড়া : রাজ্যজুড়ে আজ উৎসবের আমেজ. ১৪৩০-কে বিদায় জানিয়ে ১৪৩১-কে স্বাগত জানানোর পালা. নতুন জামা পরা, জমিয়ে পেটপুজো, নববর্ষের দিনটা উপভোগ করতে ব্যস্ত বাঙালি.
এদিকে আবার দোরগোড়ায় লোকসভা নির্বাচন. তাই নতুন বছরের প্রথম দিনেও বিরাম নেই প্রচারে. তাই প্রতিদিনের মতো নববর্ষের সকালেও প্রচার করতে বেরিয়ে পড়েছেন বাঁকুড়ার বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত. রবিবার সাত সকালেই বাঁকুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ডে হাজির হন বাম প্রার্থী। সঙ্গে দুটি ঢাক ও দলের কর্মীদের নিয়ে জনসংযোগ সারলেন। পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করলেন নীলাঞ্জন।
প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গত ১০ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান বাঁকুড়ার মানুষ. ‘.