
সুকান্ত চট্টোপাধ্যায়,বসিরহাট: রাজ্য জুড়ে চলা বোর্ড পরীক্ষার মধ্যেই সক্রিয় সিবিআই । শনিবার সকালে বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ,এস ডি ও অফিসের উচ্চপদস্থ আধিকারিক রজতকুমার মণ্ডলের বাড়িতে সিবিআই তল্লাশী । চাঞ্চল্য বসিরহাটে । শনিবার সকালে আচমকা বসিরহাটের এস ডি ও অফিসের কর্মী রজত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা । সূত্রের খবর এসসি,এসটি-ওবিসি শংসাপত্র জাল করা-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে রজতের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই বলে জানা গেছে ।বেশ কিছুদিন আগে বসিরহাট মহাকুমা শাসকের দফতর থেকে রজত কুমার মণ্ডলের বদলি হয় বারাসাতে। বর্তমানে সেখানেই কর্মরত তিনি। প্রসঙ্গত, তফসিলি জাতি উপজাতি শংসাপত্র জাল ধরার একাধিক অভিযোগ এর আগে উঠেছে। মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রেও ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ছাত্র ভর্তির অভিযোগ ওঠে।বর্তমানে এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। এর মধ্যেই ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরির অভিযোগে SDO অফিসের আধিকারিকের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই।