
ওঙ্কার ডেস্কঃ আজ বেলা চারটে নাগাদ বিধানসভায় পেশ করা হবে রাজ্যের বাজেট। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে আজ রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কি থাকবে বাজেট ? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে? নাকি নতুন কোন স্কিম আনছে মমতা ব্যানার্জির সরকার-মুখিয়ে রয়েছে বাংলা।
বাজেট পেশের আগে দুপুর সাড়ে তিনটেয় সাধারণ ক্যাবিনেট এবং পৌনে চারটে নাগাদ বিশেষ ক্যাবিনেট বৈঠক হবে। বিশেষ ক্যাবিনেটে এই বাজেট পেশ করা হবে। বিধানসভায় বাজেট পাঠ করবেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় উন্নয়নের কোন কোন দিকে এই বাজেটে সরকার নজর দেয় সেই দিকে লক্ষ্য থাকছে। অন্যদিকে বাংলার বাড়ির জন্য পুরো টাকা রাজ্য সরকারই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সেই বিপুল পরিমাণ অর্থের ব্যাবস্থা করতে সরকার কী ব্যবস্থা নেয় সেদিকেও নজর থাকছে। তবে এই বাজেটে সাধারণ মানুষের বিশেষ কৌতুহল থাকছে লক্ষীর ভান্ডার এবং সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে কোন ঘোষণা হয় কিনা সেদিকেও।