
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের উপেক্ষার চোখে দেখে সমাজের বড় অংশ। এই শিশুদের বিশেষ যত্ন নিতে এক অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা শিল্পাঙ্গন। সংগঠনের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। দুদিনব্যাপী কর্মশালায় শিশু ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। সংগঠনের শিক্ষিকা সোমা কুন্ডু বলেন,প্রতিবন্ধী বাচ্চাদের দক্ষ করে তোলার জন্য এই ধরনের উদ্যেগ নেওয়া হয়। অনুষ্ঠানের পাশাপাশি তাদের তৈরি বিভিন্ন সামগ্রী তুলে ধরা হয়। প্রতিবন্ধী বাচ্চাদের তৈরি জিনিসও বিক্রি করা হয়। অভিভাবকরা বলেন, শিশুদের এই সংস্থায় আমরা পাঠিয়ে গর্বিত৷ এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী শিশুদের এগিয়ে চলার পথে উৎসাহিত করবে।
ভিডিও দেখুন-