
সুরজিৎ দাস, নদীয়াঃ গণধর্ষণের পর লোক লজ্জার ভয়ে আত্মঘাতী হয়েছিলেন কৃষ্ণনগরের এক মহিলা। ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৪ এপ্রিল। সেই গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত পাঁচ যুবককে বুধবার দোষী সাব্যস্ত করলো কৃষ্ণনগর ফাস্ট ট্রাক আদালতের বিচারক দেবদীপ মান্না।
সূত্র মারফত জানা যায়, ২০২১ সালের ৪ এপ্রিল খ্রিস্টানদের বিশেষ এক উৎসব চলছিল। আর সেইসময় গুড ফ্রাইডে উপলক্ষে আবির খেলার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মাঝেই অভিযুক্তদের মধ্যে এক যুবক মহিলাটির বন্ধুর নাম করে তাঁকে ডেকে নিয়ে যায় একটি ফাঁকা বাড়িতে।এবং সেখানেই মহিলার বন্ধু ও চারজন মহিলাটিকে ধর্ষণ করে। গোটা ঘটনা বাড়িতে এসে তার স্বামীকে জানানোর পর পারিবারিক অশান্তি ও লোকলজ্জার ভয়ে আত্মঘাতী হন ওই মহিলা।
আদালত মারফত খবর, বুধবার জেলা ও দায়রা আদালত থেকে পাঁচ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মূল অভিযুক্তকে ৩৭৬ ডি তে যাবজ্জীবন কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে। বাকি অভিযুক্তদের ৩০৬ ধারাতে ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
অভিযুক্তদের পরিবার জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে। ঘটনাটি সম্পূর্ণ সাজানো বরং মহিলাটির স্বামী মদ্যপ অবস্থায় তাঁকে প্রায়শই মারধর করতো। সেই কারণে এর আগেও এই গৃহবধূ আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল।