
নিজস্ব প্রতিনিধিঃ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হিমাচল প্রদেশের ৬ জন বিধায়ক। চারটি লোকসভা আসনে নির্বাচনের সঙ্গে আগামী পয়লা জুন হিমাচল প্রদেশে হতে চলা বিধানসভা আসনগুলির উপনির্বাচনে লড়াই করার জন্য ওই ৬ জনকেই বেছে নিল বিজেপি । কংগ্রেস ছেড়ে আসা সুধীর শর্মাকে ধর্মশালা থেকে, সুজানপুর থেকে রাজিন্দার রানাকে, লাহুল-স্পিতি বিধানসভা কেন্দ্রে রবি ঠাকুরকে, ইন্দর দত লখনপালকে বারসার থেকে, গাগরেট থেকে চৈতন্য শর্মাকে ও দেবেন্দ্র ভুট্টোকে কুটলেহর থেকে দাঁড় করানো হচ্ছে। মঙ্গলবার হিমাচল প্রদেশ বিজেপির তরফে রাজ্য়ের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে তাঁদের প্রার্থী করার কথা জানানো হয়। এবার তার জেরে ধাক্কা খেল হিমাচল বিজেপি। হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতে বিজেপির পুরো ইউনিট বেরিয়ে গেল দল থেকে।
প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাম লাল মার্কন্ডা সহ বিজেপির পুরো লাহৌল ও স্পিতি ইউনিটের সদস্যরা গণ পদত্যাগ করেছে বলে জানা যাচ্ছে। তিনি শীঘ্রই কয়েকশ কর্মী সহ কংগ্রেসে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। যার ফলে লোকসভা এবং হিমাচল উপনির্বাচনের আগে কিছুটা হলেও বিপাকে বিজেপি।