
অমিত কুমার দাস, কলকাতা : সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে রক্ষাকবচ হাইকোর্টের। প্রসঙ্গত, ভাস্করের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় জোর করে গর্ভপাত, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক অভিযোগ ছিল। এবার সেই মামলাতেই স্বস্তি পেলেন তিনি. আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না, তবে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে পুলিশ, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার. অভিযোগের ধরণ নিয়েও সংশয়ী হাইকোর্ট। তাই রক্ষাকবচ বিচারপতি অমৃতা সিনহা’র। ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি।