
ওঙ্কার ডেস্ক : লোকসভা নির্বাচনের দামা বেজে গিয়েছে। এখন শুধু দিনক্ষণ ঘোষণা হওয়ার অপেক্ষা। এই আবহে বাংলার জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বোমা। এবার বীরভূমের ইলামবাজার ও কীর্ণাহারে পৃথক পৃথক দুটি থানা এলাকা থেকে উদ্ধার প্রায় ৮৫ টি তাজা বোমা।
জানা যায়, মঙ্গলবার ইলামবাজার থানা এলাকার নাচনসা গ্রামের নদীর ধার থেকে দুটি ব্যাগ থেকে উদ্ধার প্রায় ৪০ টি তাজা বোমা। অন্যদিকে, কীর্ণাহার থানা এলাকার সরডাঙা গ্রামে মাঠের ধারে দুটি জারে মিলেছে ৪৫ টির কাছাকাছি তাজা বোমা। বোলপুর মহকুমায় এই দুটি থানা এলাকায় একদিনে এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কিত এলাকাবাসীরা। ইতিমধ্যেই দুটি থানার তরফে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। প্রসঙ্গত, গত সপ্তাহে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে একটি আমবাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়।
উল্লেখ্য, ২০২৩-এর পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার সাক্ষী থেকেছিল বঙ্গবাসী। ২০২৪-এও বারবার এভাবে বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি আসন্ন লোকসভা ভোটেও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি ঘটবে ?