
সুনন্দা দত্ত, হুগলি : দুঃসময় যেন পিছনই ছাড়ছে না বিজেপির ! লোকসভা ভোটে হুগলি হাতছাড়া হয় গেরুয়া শিবিরের. এবার মহিলা মোর্চার এক নেত্রীকে কুপ্রস্তাব, সমাজ মাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগ দলেরই কর্মীর বিরুদ্ধে. চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের মোর্চা নেত্রীর।
অভিযোগ, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে, থানা থেকে ওই কর্মীকে ছাড়িয়ে নিয়ে আসেন বিজেপি সভাপতি। যদিও জেলা সভাপতি জানিয়েছেন, তার বিরুদ্ধ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
বিজেপি নেত্রী তথা হুগলীর প্রাক্তণ সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, বিষয়টি তিনি নিজে দেখবেন, দলের মহিলা সুরক্ষা প্রথমে।
নির্বাচনের আগে সন্দেশখালির মহিলাদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী সহ বিজেপির উচ্চতর নেতৃত্ব। এখন প্রশ্ন হুগলীতে বিজেপির অন্দরে ওঠা এই অভিযোগ নিয়ে নেতৃত্ব কী পদক্ষেপ নেয়।