
নিজস্ব প্রতিনিধি:২০২৪ লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি।এই জয়ের পরই দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও উচ্ছাসে মেতেছেন বিজেপি সমর্থকেরা।তিন রাজ্যের গেরুয়া ঝড় শুরু হওয়ার পর ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায় বিজয় উল্লাসে মাতলেন জেলা সভাপতি তুফান মাহাতো এবং বিজেপি কর্মী ও সমর্থকরা।জেলা কার্যালয় থেকে শুরু করে জেলার বিভিন্ন এলাকায় ধরা পড়লো উল্লাসের ছবি।আবির খেলার পাশাপাশি চললো মিষ্টি বিতরণ ।এই জয়ের পরেই জঙ্গলমহলের কর্মীদের অনেকটাই মনোবল চাঙ্গা করবে বলে দাবি বিজেপি নেতৃত্বের।তিন রাজ্যের গেরুয়া ঝড়ের প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও।
ভোটের ফলফল সামনে আসতেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও উড়লো গেরুয়া আবির। এদিন জেলা কার্যালয়ের সামনে ঢাক ঢল নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হতে দেখা গেলো নেতা কর্মীদের।
এই প্রসঙ্গে টাউন মন্ডল একের সভাপতি মনোজ কুমার শা বলেন, তিন রাজ্যের মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে, এই ফলাফলের রেস পড়বে পশ্চিমবঙ্গে ও, আগামি লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২ টি আসনের মধ্যে বিজেপি ৩২ টিতেই জয়ী হবে।তিনরাজ্যের এই ফলাফলের পর রাজ্য জুড়ে বিজয় উল্লাসে মেতেছেন বিজেপি সমর্থকেরা।চলছে আবির খেলা ও করা হচ্ছে মিষ্টি বিতরণ।