
প্রতীতি ঘোষ,দক্ষিণ চব্বিশ পরগনা: লোকসভা নির্বাচনের আগে ফের সি এ এ নিয়ে তৎপর বিজেপি।তারই ইঙ্গিত পাওয়া গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের গলায়।শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন ২০২৪ এর মার্চের মধ্যেই সিএএ রুল ফ্রেম হবে ,তবে ইমপ্লিমেন্টেশন হতে কয়েক মাস সময় লাগবে।এবং ভারতের সংবিধান মেনেই মান্যতা পাবে সি এ এ।