
ওঙ্কার ডেস্ক : ১ জুন শনিবার শেষ হয়েছে লোকসভা ভোট. রাত পোহালেই ভোটের গণনা, ফলাফল. তার আগে এবার পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ একাধিক বিজেপি প্রার্থী। হাইকোর্টে মামলা করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু. মামলাকারী বিজেপি প্রার্থীদের আশঙ্কা, নির্বাচনের ফলাফলের মুখে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে তাদের।
অন্যদিকে, বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় ফের নতুন করে ১৪৪ ধারা জারি হয়েছে। এলাকায় যাওয়ার অনুমতি দিক হাইকোর্ট আর্জি জানিয়েছেন তিনি। সব কটি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে।