
অমিত কুমার দাস, কলকাতাঃ আদালতে যুযুধান দুই পক্ষের আইনজীবীর সংঘাত বারবার সামনে আছে। এবার ঘটল ঠিক উল্টো ঘটনা। যা নজিরবিহীনও বটে। সূত্রের খবর, সংঘাতে নাম জড়িয়েছে, কলকাতা হাইকোর্টে বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনর।
বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা’র অভিযোগ করেন। ঘটনার পর তোলপাড় শুরু হয়েছে গোটা হাই কোর্ট জুড়ে। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় বুধবার বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বুধবারেই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন।
এদিন সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন। যা করছেন, তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। ভরা এজলাসেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না? একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘বিচারপতি সেনকে তো অনেক আগেই বদলির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও দু’বছর ধরে তাঁর বদলি হচ্ছে না কেন?’’ প্রসঙ্গত, দু’বছর আগেই বিচারপতি সেনকে ওড়িশা হাই কোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট। তিনি আরও ‘‘কিন্তু কোন কারণে তাঁর বদলি হয়নি তা অজানা। দেশের প্রধান বিচারপতিকে এই বিষয়টিও দেখতে অনুরোধ করব।