
অমিত কুমার দাস, কলকাতাঃ সন্দেশখালির শেখ সাজাহান কান্ডে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার। তবে ওই সিট’র তদন্তে ন্যাজাট থানার কোনও পুলিশ কর্মী থাকতে পারবেন না। তদন্ত হবে হাই কোর্টের নজরদারিতে। মামলার পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি।
বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ
০১ দুই সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন।
০২ সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠন।
০৩ তাঁরা নিজেদের নিচুতলার অফিসার নিয়োগ করতে পারবেন।
০৪ হাই কোর্টের নজরদারিতে এই তদন্ত চলবে।
০৫ সিট কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সবরকম সহযোগিতা নেবে।
০৬ বর্তমানে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জশপ্রীত সিংকে রাজ্য এই টিমে নিয়োগ করেছে।
০৭ সিবিআইকে বৃহস্পতিবারের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে।
০৮ তদন্তে যদি ফল না পাওয়া যায় তাহলে আদালত এই সিট বদল করতে দ্বিতীয় বার ভাববে না।
০৯ ন্যাজাট থানা বা বর্তমান আইও এই তদন্তে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না।
১০ যাঁরা তদন্ত করছিলেন তাঁরা আর তদন্ত এগোতে পারবে না।
১১ হাই কোর্টের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না।
১২ সন্দেশখালিতে সিসিটিভি থাকবে। থাকবে পুলিশ পিকেটও।
১৩ পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি । ওই দিন তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে দিতে হবে সিটকে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। সেই ঘটনাক মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে ইডি। কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা ওঠে। বুধবার মামলায় ১৩ টি নির্দেশ দেন বিচারপতি।