
অমিত কুমার দাস, কলকাতাঃ সন্দেশখালির ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য। সূত্রের খবর রাজ্যের আইনজীবী স্থানীয় পুলিশকে তদন্তের মধ্যে রাখার আবেদন জানিয়েছে। প্রসঙ্গত, বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ ন্যাজাট থানার পুলিশকে সন্দেশখালীর শেখ সাজাহান তদন্তে না রাখার নির্দেশ দিয়েছিলেন।
সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল বিচারপতি। সেই নির্দেশ কে চ্যলেঞ্জ করে ইডি ইতিমধ্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁদের অবেদন, সিঙ্গেল বেঞ্চ রাজ্য পুলিশের সঙ্গে সিবিআইয়ের পুলিশ সুপারকে যৌথ ভাবে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু রাজ্য পুলিশ অতীতে বরাবর কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অসহযোগিতা করেছে। সুতরাং এহেন সিটের উপর ইডির ভরসা নেই। এবার ন্যাজাট থানার পুলিশকে তদন্তে রাখার আবেদন জানাল রাজ্য।