
অনুপ রায়, হাওড়া : হায়দ্রাবাদ থেকে বাংলাদেশ যাওয়ার পথে রবিবার সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেপ্তার এক নাবালক সহ চারজন বাংলাদেশি রোহিঙ্গা। পুলিশ সুত্রের খবর, রবিবার বিকেলে সাঁতরাগাছি রেলস্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের নাম মোহাম্মদ আলম (২৩), রিয়াসুল ইসলাম (২০), বেগম দিলবার (৩৪) ও রবিউল ইসলাম (১৬)।
জানা গিয়েছে, মায়ানমার থেকে কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিল তারা। বাংলাদেশেরই একটি রিফিউজি ক্যাম্পে থাকার পর চোরা পথে লুকিয়ে তারা হায়দ্রাবাদ চলে আসে। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করত ধৃত চার জন। হায়দ্রাবাদে কিছু সমস্যার কারণে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, সেই কারনেই হায়দ্রাবাদ থেকে সাঁতরাগাছি ষ্টেশনে আসে দলটি। ভিড়ের মাঝে তাদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে নিয়ে যায় শালিমার জি আর পি পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন কথা ও বৈধ কোনও প্রমান না থাকায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের। মঙ্গলবার অভিযুক্তদের হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে।