
সোমবার সাত সকালে সিবিআই-এর হানা।বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই হানা দেয়। বনগাঁর শিমুলতলায় তার বসত বাড়িতে এদিন সিবিআই-এর একটি বিশাল দল হাজির হন। সিবিআই দলের সঙ্গে রয়েছে ফরেন্সিক দলের ৪ সদস্য।সিবিআইয়ের ওপর হামলার ঘটনার দিন ঠিক কি হয়ে ছিল সেটা খতিয়ে দেখতে থ্রি ডি ক্যামেরা দিয়ে শঙ্করের বাড়ীর ছবি তোলা হয়। এছাড়াও সিএফএসএল আধিকারিকরা আরো বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। পাশা পাশি এদিন বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল শেঠের বাড়িতেও হাজির হন সিবিআই-এর দুই প্রতিনিধি। তারা দীর্ঘক্ষণ গোপাল শেঠের সঙ্গে কথা বলেন শংকর আঢ্যর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে।