
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্ক, অরুণাচলপ্রদেশের তিনটি জেলার তিনটি থানা এলাকায় আরও ৬ মাস মেয়াদ বৃদ্ধি আসফা বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অরুণাচল-অসম সীমান্তবর্তী তিনটি জেলা তিরাপ, লঙডিং এবং ছাগলাঙে আরও ৬ মাসের জন্য বলবৎ থাকবে আসফা বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। প্রসঙ্গত ৩১ মার্চ ওই এলাকাগুলিতে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট শেষ হওয়ার কথা ছিল । কিন্তু উপদ্রুত এলাকা বলে অরুণাচল-অসম সীমান্তবর্তী তিনটি জেলা এবং পুলিশ স্টেশনে ফের ১ এপ্রিল থেকে বলবৎ হচ্ছে আসফা, এদিন বিজ্ঞপ্তি দিয়ে সেই কথাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।