
সুনন্দা দত্ত, হুগলী : বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিলো দুজনের মধ্যে।কিন্তু শনিবার সকালে চরমে ওঠে অশান্তি ।রাগের মাথায় প্রেমিকের পেটে ছুরি চালিয়ে খুন করলো প্রেমিকা।এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, চাপদানির খুড়িগাছি নতুন পাড়ায়। জানা গেছে এলাকারই এক যুবক তাপস প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে শবনম খাতুনের সঙ্গে সম্পর্ক ছিল।
তবে, বেশ কিছুদিন ধরে শবনম ও তাপসের মধ্যে অশান্তি চলছিলো। শনিবার ভোরবেলায় উত্তেজনার বসে শবনম ছুরি চালিয়ে দেয় তাপসের পেটে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় যুবকরা চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ