
বিক্রমআদিত্য বিশ্বাস, চোপড়া : চোপড়ায় প্রেমিক যুগলকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত তাজমুল হোসেন ওরফে জেসিবি-কে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলো আদালত. পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন করলেও, পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত. এছাড়াও জেসিবি-র বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।