
নিজস্ব প্রতিনিধিঃ চন্ডীগড়ে মেয়র নির্বাচনে জোট হল কংগ্রেস ও আপ-এর। চন্ডীগড়ের মেয়র পদটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় সেখানে নতুন করে নির্বাচন হবে আগামী ১৮ জানুয়ারি। কংগ্রেস নেতা পবন বনশল জানিয়েছেন সমঝোতার কথা। তিনি বলেন,বিজেপিকে হারাতে আমরা একজোট হয়েছে, মেয়র পদে আপ প্রার্থী দেবে। কংগ্রেস লড়বে ডেপুটি মেয়র পদে। আপ নেতা রাঘব চাড্ডা বলেন, আপ এবং কংগ্রেসের এই জোট ঐতিহাসিক এবং নির্ণায়ক। চন্ডীগড়ের মেয়র নির্বাচনে ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে লড়বে ও ঐতিহাসিক সাফল্য পাবে। এই লড়াইয়ে ফলাফল হতে চলেছে ইন্ডিয়া -১ বিজেপি- ০।