
নিজস্ব প্রতিনিধিঃ নীতীশ কুমারকে নিয়ে নীরবতা ভাঙলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, বিহারে সামাজিক ন্যায়বিচার দেওয়ার দায়িত্ব ইন্ডিয়া জোটের, যেখানে নীতীশ কুমারের প্রয়োজন নেই।
বিহারে কংগ্রেসের ভারত জোড় ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে নীতীশ কুমারকে নিয়ে নীরবতা ভাঙলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দেশের জনসংখ্যা নির্ণয় করার সময় এসেছে। সামাজিক ন্যায়বিচারের দিকে প্রথম পদক্ষেপ হল দেশের এক্স-রে বলে দাবি করেন রাহুল। তিনি আরও বলেন বিহারে সামাজিক ন্যায়বিচার দেওয়ার দায়িত্ব জোটের। এখানে নীতীশ কুমারের প্রয়োজন নেই।
মঙ্গলবার সভার আগে, কৃষকদের সঙ্গে দেখা করেন সনিয়া পুত্র। তিনি কেন্দ্র সরকারের তীব্র সমালোনা করে বলেন, উপিএ সরকার কৃষকদের ৭২ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছিল। কংগ্রেস জমানায় জমি অধিগ্রহণ বিল তৈরী হয়েছিল।
ভারত জোড় ন্যায় যাত্রা বুধবার বিহার থেকে ফের বঙ্গে প্রবেশ করবে। এক সময়ে কংগ্রেস শক্ত ঘাটি বলে পরিচিত মালদায় রাহুল গান্ধী কি বার্তা দেন, সে দিকে তাকিয়া রাজনৈতিক মহল।