
ওঙ্কার বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তায় শুরু হল কাঁথির সমবায় নির্বাচন। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এদিন থমথমে পরিবেশে ভোটদানের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন মানুষ। ভোটের মুখে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্র বদল করেছিল ‘কো-অপারেটিভ ইলেকশন কমিশন’। যে কেন্দ্র গুলিতে ভোটগ্রহণ হচ্ছে, তার প্রতিটির ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৬০ থেকে ৮০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তায়। শুধু তাই নয় বেশ কয়েকটি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সেগুলির প্রতি বাড়তি সতর্কতামূলক নজরদারি রয়েছে।
উল্লেখ্য এক সময় তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময়ে কাঁথি সমবায় সমিতির চেয়ারম্যানের দায়িত্বভার সামলেছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন এই সমবায় সমিতির নিয়ন্ত্রণ ছিল তার হাতে। কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী দল বদলে বিজেপিতে নাম লিখিয়েছেন। সেই আগের পরিস্থিতিও আর নেই। তাই এই নির্বাচনে জয় ধরে রাখা রাজ্যের বিরোধী দলনেতার কাছে চ্যালেঞ্জের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এই নির্বাচনে জয় পাওয়ার লক্ষ্যে শুরু থেকেই ঝাঁপিয়েছে। শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।