
স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেলিভিশনে সম্প্রচারিত যে কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে এবারের ওডিআই বিশ্বকাপ ফাইনাল। এমনই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘টেলিভিশনে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৩০ কোটি ক্রিকেটপ্রেমী। এটাই ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকসমৃদ্ধ কোনও অনুষ্ঠান। একসঙ্গে সবচেয়ে বেশি দর্শক সংখ্যা ১৩ কোটিতে পৌঁছে গিয়েছিল। অনলাইনে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন সর্বাধিক ৫.৯ কোটি দর্শক। এটাও একটা বিশ্বরেকর্ড। আমাদের খেলার প্রতি ভারতীয় ক্রীড়াপ্রেমীদের ভালোবাসা ও আবেগ দেখে আমরা ফের বিনীত বোধ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ শুধু বিশ্বকাপ ফাইনালই নয়, সেমি-ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, লিগ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচেও টেলিভিশন, অনলাইনে দর্শক সংখ্যা ছিল কয়েক কোটি। সবমিলিয়ে এবারের ওডিআই বিশ্বকাপ দর্শক সংখ্যার হিসেবে নতুন রেকর্ড গড়ল।