
স্পোর্টস ডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি মঞ্চ বরাবরই নানা চমক দেয়। সচিন, সেহওয়াগ যুবরাজ সিংরা যেমন এসেছেন তেমনই সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় মেয়ে সানা গঙ্গোপাধ্যায় এসেছেন এবারও তেমনই পারিবারিক বন্ধন দেখা গেলো। সৌরভের কাকার ছেলে শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় বাংলার হয়েও ক্রিকেট খেলেছেন তিনি। থাকেন একই বাড়িতে। সৌরভের বড়িশা প্লেয়ার্স কর্নারের দূর্গাপুজো পুরোটাই সামলান শুভ্রদীপের স্ত্রী জুঁই গঙ্গোপাধ্যায়। এবারে তাঁদের ছেলে আরন্যভ দাদাগিরিতে এলেন। সোশ্যাল মিডিয়ায় দাদাগিরি মঞ্চে জেঠুর সঙ্গে আরন্যভের খুনসুটি ভাইরাল। যেমন বাকি খুঁদে প্রতিযোগিরা বিশ্বাসই করতে চায়নি সৌরভ যে জেঠা হয় তার । পারিবারিক ছবি মঞ্চে দেখানো হয়। সৌরভ আবার মজাও করেন। আরন্যভকে সৌরভ জিজ্ঞাসা করেন,’তুই কোথায় থাকিস। সে যখন বলে তোমার বাড়িতে মহারাজ বলেন আমি তোর বাড়িতে থাকি।’ এমন নানা মজা দেখা গেলো। আরন্যভের মা জুঁই গঙ্গোপাধ্যায় ছিলেন সেখানে। তিনি বললেন,’মহারাজ দা জানতো না যে ও আসছে। পরে জানতে পেরে অবাক। আর মহারাজ দা মনে করে এটাই ওর আসল সময় ছিল দাদাগিরিতে যাওয়ার। ও যাওয়ার আগে কিন্তু দাদাগিরি নিয়মিত দেখে নিজেকে তৈরী করেছে।’ আরন্যভ ক্লাস ফাইভে পড়ে। তার বাবা শুভ্রদীপ যেমন বললেন,’খুব ভালো লাগল জেঠুর সঙ্গে মঞ্চ শেয়ার করে আনন্দিত ও।’