
অরূপ পোদ্দার, দার্জিলিং : দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন. ২৬ এপ্রিল ভোটগ্রহণ দার্জিলিং কেন্দ্রে. ভোটের আগে তাই সরগরম বাংলার পাহাড় থেকে তরাই এর রাজনীতি. এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে তিনটি বিধানসভা পাহাড়ে। কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুক্রবার শিলিগুরির পৌরনিগম এলাকার একাধিক জায়গা প্রচার করেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী গোপাল লামা। সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। পাতিকলোনি থেকে শুরু করে গুরুংবস্তি সহ একাধিক জায়গায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী। প্রচারে খুব ভাল সাড়া মিলেছে সাধারণ মানুষের, এমনটাই বলে দাবি পাপিয়া ঘোষর।
উল্লেখ্য, গত ১৫ বছর ধরে দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। ২০১৯-এর লোকসভা ভোটে রাজু বিস্তা. এবারও বিদায়ী সাংসদের ওপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির. অন্যদিকে, বিনয় তামাংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কংগ্রেস. এদিকে গোপাল লামাকে প্রার্থী করে সুকৌশলে ভূমিপুত্র আবেগকে উস্কে দিতে চাইছে শাসকদল। তবে বাম কংগ্রেস প্রার্থী বিনয়ও এলাকার পরিচিত মুখ। এলাকায় পরিচিতিও আছে বলে জানা যায়। সব মিলে জমজমাট দার্জিলিং লোকসভা কেন্দ্র। শেষমেষ কার ঝুলিতে যায় দার্জিলিং! এখন সেটাই দেখার.