
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : নাম ঘোষণার পর থেকেই বিরাম নেই প্রচারে। প্রতিদ্বন্দ্বিদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সর্বকনিষ্ঠ বাম প্রার্থী দেবরাজ বর্মন। প্রতিদিন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় জনসংযোগ সারছেন তিনি। বৃহস্পতিবার জলপাইগুড়ি লোকসভার রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানে প্রচারে ঝড় তুললেন দেবরাজ। চা শ্রমিকদের সঙ্গে কথাও বলেন. পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবরাজ বলেন, ‘নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠ হলেই চাকরি মিলছে, বিভিন্ন সুযোগ সুবিধা মিলছে. এই দুর্নীতির সব থেকে বড় শিকার যুব সমাজ’. ভোটে জয়ী হলে তাঁদের কথা সংসদে তুলে ধরবেন বলে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেন বাম প্রার্থী।