
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : সভা সমাবেশ নয়, উঠোন বৈঠকেই জোর বাম নেতৃত্বের। ভোট প্রাপ্তির নিরিখে অন্যান্য রাজনৈতিক দলের থেকে পেছনে থাকলেও হারানো জমি ফিরে পেতে পুরনো পদ্ধতিতেই আস্থা বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের। ছাত্র থেকে যুব রাজনীতির উঠোন পেরিয়ে আসা জলপাইগুড়ি লোকসভা আসনে সিপিআইএম প্রার্থীকে বৃহস্পতিবার সেই পুরোনো পন্থাতেই জনসংযোগ করতে দেখা গেলো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়গঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রামে।
তবে নেই কোনো প্যান্ডেল, নেই ডিজে বক্সের আওয়াজ। গ্রামবাসীর কাঁচা উঠোনে বসে তাঁদের অভাব-অভিযোগ শুনলেন. পাশাপাশি বামপন্থীদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধও করলেন এলকাবাসীদের। দেবরাজের সঙ্গে রয়েছেন বাম নেতা সায়নদীপ মিত্র। উঠোনে আয়োজিত বৈঠকে উপস্থিত গণ দেবতাদের মাঝে বাম নেতা সায়নদ্বীপ মিত্র বলেন, ‘গোটা দেশ জুড়ে যে কর্পোরেট বন্ডের মাধ্যমে দলগুলোর টাকা নেওয়ার খবর প্রচারিত হচ্ছে, এই ঘটনার সঙ্গে যে চারটি দল যুক্ত নয়, সেই চারটি দলই বাম পন্থী যার মধ্যে সিপিআইএম অন্যতম। একমাত্র বামপন্থী দলের নাম নেই ইলেক্টোরাল বন্ড কেলেঙ্কারিতে’.
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নদীপ জানান, দেবরাজের প্রচারে অভূতপূর্ব সাড়া মিলেছে সাধারণ মানুষের. পাশাপাশি দুর্নীতি ইস্যুতে চাঁচাছোলা আক্রমণ করলেন তৃণমূল ও বিজেপিকে