
নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় পত্রকার মহাসঙ্ঘর কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পুরানো কমিটি ভেঙ্গে নুতন কমিটি গঠিত হয়। নুতন কমিটির চেয়ারপারসন হন পুষ্পা পান্ডে। জাতীয় সভাপতি নির্বাচিত হন পবিত্র মোহন সামন্ত রায়। অন্যান্য পদাধিকারী দের মধ্যে উল্লেখযোগ্য, সম্পাদক পঙ্কজ কুমার মিস্ত্রী, ন্যাশনাল কাউন্সিল মেম্বার সুশীল কুমার শর্মা, ওয়াই কে নারায়নপুরকার নির্বাচিত হয়েছেন। সদ্য নির্বাচিত সদস্যরা সারা ভারতের জার্নালিস্টদের সুবিধা-অসুবিধা দেখবেন।
আগামী ১৬ই নভেম্বর ২০২৪ জাতীয় প্রেস ডে -র দিন দিল্লিতে নব নির্বাচিত সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।