
বাবলু প্রামাণিক,ডায়মন্ডহারবার: ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের খোলা খালি খালের উপর অবস্থিত কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় রয়েছে। সেতুটি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লকের সংযোগকারী সেতু। ফলে সেতুর অবস্থা বেহাল থাকায় ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের মাথুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামের বাসিন্দাদের অনেকটা ঘুর পথে যেতে হয় ডায়মন্ড হারবার।
স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বা মুমূর্ষ রোগীদের নিয়ে যেতে ভীষণ বেগ পেতে হয় এলাকার বাসিন্দাদের।
এ নিয়ে একাধিকবার প্রশাসনকে জানালেও আজ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বিজেপির দাবি সেতু মেরামতের জন্য একাধিকবার বিডিও কে জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত সেতু মেরামত করা হয়নি অবিলম্বে সেতু মেরামত করতে হবে। অবশ্য বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন বলেন কংক্রিটের সেতুর জন্য সাংসদ কে জানানো হয়েছে খুব দ্রুত কংক্রিটের সেতুর কাজ শুরু হবে।
এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কাঠের সেতুটি কে মেরামত করার জন্য ছয় লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ।এমনকি ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে খুব শীঘ্রই সেতু মেরামতের কাজ করা হবে।