
গোপাল শীল, ডায়মন্ড হারবারঃ ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ডায়মন্ড হারবারে। সোমবার ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিলেন ২০০৯ এর প্রাথমিকের চাকুরী প্রার্থীরা। চাকরিপ্রার্থীদের দাবি, ২০০৯ এর ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে প্রথমে ১৫০৬ জন ও পরে ৩৬৪ জনের নাম ঘোষণা করা হয় । এখনো ১৮৩৪ প্যানেলে অনেক শূন্য পদ রয়েছে। সেই শূন্য পদে নিয়োগের দাবি জানিয়ে শুক্রবার ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ২০০৯ এর প্রাথমিকের চাকুরী প্রার্থীরা। এদিনের ডেপুটেশন কর্মসূচি থেকে চাকুরী প্রার্থীরা হুঁশিয়ারি দেন তাদের দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।