
গোপাল শীল, দঃ ২৪ পরগনা : এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে অনশনে জুনিয়র চিকিৎসকেরা । ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে একদিকে প্রিন্সিপালের পদত্যাগের দাবি নিয়ে সকাল থেকেই অবস্থান বিক্ষোভে ডাক্তারি পড়ুয়ারা সহ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা। সকাল থেকে দফায় দফায় অবস্থান বিক্ষোভ এর ফলেই ব্যাহত হয়ে পড়ে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজের রোগী পরিষেবা। আর সেই অবস্থান বিক্ষোভের মধ্যে আসেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে, মহকুমা শাসক অঞ্জন ঘোষ, সহ sdpo সাকিব আহমেদ। একদিকে তারা যেমন আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের সাথে কথা বলেন ঠিক তেমনি মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাথে কথা বলেন তারা। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত করার পর একাডেমিক বিল্ডিং এর তালা খোলেন জুনিয়র চিকিৎসকেরা ও অবস্থান তুলে নেন তারা। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অনশনে জুনিয়র চিকিৎসকেরা । অনশনকারীদের অভিযোগ ইচ্ছে করে একদল পড়ুয়া তাদের আন্দোলনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থ্রেট কালচারের বিরুদ্ধে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। পাশাপাশি তাদের দাবি আরজিকর কাণ্ডে কলকাতায় অবস্থানরত চিকিৎসকদের সমবেদনা জানাতেই তারা 12 ঘন্টা প্রতিকি আমরণ অনশন চালাবে। তবে এই দুই কর্মসূচির মাঝে পড়ে সকাল থেকেই বেশ কিছুক্ষণ রোগী পরিষেবা ব্যাহত হয়ে পড়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে।